ব্রেকিং নিউজ
সপ্তাহের ব্যবধানে ডিমের দাম, অস্বস্তি মাছ মাংসের বাজার বিমান বিধ্বস্তে নিহত পাইলট আসিমের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে, স্বজনদের আহাজারি রাসুল (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন বিদায়ী শ্রেষ্ট শিক্ষিকা লিপিকা দস্তিদারের অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান ছেলে পর এবার কন্যা সন্তানের মা হলেন পরীমনি পাইকগাছা শাখার বাস মালিক সমিতি'র আহবায়ক কমিটি গঠন
×

মোঃ রাকিবুল হাসান : স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১/১১/২০২৩, ১২:০০:২৬ PM

জগন্নাথবিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইমদাদুল হকের ইন্তেকাল

কাশিনাথপুর,পাবনার কৃতি সন্তান এবং কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও জগন্নাথবিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইমদাদুল হক আর বেঁচে নেই। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

কাশিনাথপুর,পাবনার কৃতি সন্তান এবং কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও জগন্নাথবিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইমদাদুল হক আর বেঁচে নেই। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ।

শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালে উপাচার্যের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তা মো: ইস রাফিল হোসেন সহ একাধিক ব্যক্তি বিষয় টি নিশ্চিত করেছেন। এর আগে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়ে ছিল।পরে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল থেকে জানাজার উদ্দেশ্যে উপাচার্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনা হবে। এদিন সকালে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত হবে।উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন। নিউজ টেন টেলিভিশন পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করা করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ৪ বছরের জন্য নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিন ড. মো. ইমদাদুল হক।